বুখারি হাদিস নং ১৬১২

হাদীস নং ১৬১২

খালিদ ইবনে মাখলাদ রহ……..আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যুল-কুদার পাঁচ দিন অবশিষ্ট থাকতে আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে রওয়ানা হলাম। হজ্জ ছাড়া আমরা অন্য কিছু উদ্দেশ্য করিনি, অবশেষে আমরা যখন মক্কার নিকটে পৌঁছলাম, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন : যার সাথে কুরবানীর জানোয়ার নেই সে যেন বায়তুল্লাহর তাওয়াফ করে হালাল হয়ে যায়। আয়িশা রা. বলেন, এরপর কুরবানীর দিন আমাদের কাছে গুরুর গোশত পাঠানো হল। আমি বললাম, এ কি ? বলা হয় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের তরফ থেকে কুরবানী করেছেন। ইয়াহইয়া রহ. বলেন, আমি কাসিম রহ.-এর নিকট হাদীসটি উল্লেখ করলে তিনি বললেন, আমরা রহ. হাদীসটি ঠিকভাবেই তোমার নিকট বর্ণনা করেছেন।