বুখারি হাদিস নং ১৬০৯ – কুরবানীর পশুর চামড়া সাদকা করা।

হাদীস নং ১৬০৯

মুসাদ্দাদ রহ………আলী রা. থেকে বর্ণিত যে, তাকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিজের কুরবানীর জানোয়ারের পাশে দাঁড়াতে আর এগুলোর সমুদয় গোশত, চামড়া এবং পিঠের আবরণ সমূহ বিতরণ করতে নির্দেশ দেন এবং এর থেকে যেন কসাইকে পারিশ্রমিক হিসাবে কিছুই না দেওয়া হয়।