হাদীস নং ১৫৬৬
সাঈদ ইবনে আবু মারয়াম রহ………ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত যে, তিনি আরাফার দিনে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ফিরে আসছিলেন। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে খুব হাকডাক ও উট পেটানোর শব্দ শুনতে উট দ্রুত হাকানোর মধ্যে কোন কল্যাণ নেই (হাদীসে উল্লেখিত إيضاع এর প্রসঙ্গে ইমাম বুখারী রহ. কুরআনে উদ্ধৃত কয়েকটি শব্দের মর্মার্থ দেন) (কুরআনে উদ্ধৃত) أوضعوا তারা দ্রুত চলত। خلالكم তোমাদের ফাঁকে ঢুকে فجرنا خلالهما উভয়টির মধ্যে প্রবাহিত করেছি।