বুখারি হাদিস নং ১৫৫৪

হাদীস নং ১৫৫৪

কাবীসা ইবনে উকরা রহ……….আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি (মিনায়) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে দু’ রাকআত সালাত আদায় করেছি। আবু বকর রা.-এর সাথে দু’ রাকআত এবং উমর -এর সাথেও দু’ রাকআত আদায় করেছি। এরপর তোমাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে (অর্থাৎ উসমান রা.-এর সময় থেকে চার রাকআত সালাত আদায় করা শুরু হয়েছে) হায় ! যদি চার রাকআতের পরিবর্তে মকবুল দু’ রাকআতই আমার ভাগ্যে জুটত।