বুখারি হাদিস নং ১৫৩১

হাদীস নং ১৫৩১

হাসান ইবনে মুহাম্মদ রহ……….আবদুল আযীয ইবনে রূফায়ই রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে যুবাইর রা.-কে ফজরের সালাতের পর তাওয়াফ করতে এবং দু’ রাকআত সালাত আদায় করতে দেখেছি। আবদুল আযীয রহ. আরও বলেন, আমি আবদুল্লাহ ইবনে যুবাইর রহ.-কে আসরের সালাতের পর দু’ রাকআত সালাত আদায় করতে দেখেছি এবং তিনি বলেছেন আয়িশা রা. তাকে বলেছেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আসরের সালাতের পরের) এই দু’ রাকআত সালাত আদায় করা ব্যতীত তাঁর ঘরে প্রবেশ করতেন না।