বুখারি হাদিস নং ১৪৪০ – যাতু’ইরক ইরাকবাসীদের মীকাত।

হাদীস নং ১৪৪০

আলী ইবনে মুসলিম রহ…………আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যখন এ শহর দুটি (কুফা ও বসরা) বিজিত হল, তখন সে স্থানের লোকগণ উমর রা.-এর নিকট এসে নিবেদন করল, হে আমীরুল মু’মিনীন ! নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদবাসীদের জন্য (মীকাত হিসাবে) সীমা নির্ধারণ করে দিয়েছেন কারন, কিন্তু তা আমাদের পথ থেকে দূরে। কাজেই আমরা কারন-সীমায় অতিক্রম করতে চাইলে তা হবে আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। উমর রা. বললেন, তাহলে তোমরা লক্ষ্য করা তোমাদের পথে কারন-এর সম দূরত্ব-রেখা কোন স্থানটি ? তারপর তিনি যাতু’ইরক মীকাতরূপে নির্ধারণ করেছেন।