বুখারি হাদিস নং ১৪১২ – মহান আল্লাহর বাণী : “এবং যে সব কর্মচারী যাকাত উসুল করে” এবং যাকাত উসুলকারীর ইমামের নিকট হিসাব প্রদান।

হাদীস নং ১৪১২

ইউসুফ ইবনে মূসা রহ……….আবু হুমাইদ সাঈদী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আসদ গোত্রের ইবনে লুতবিয়া নামক জনৈক ব্যক্তিকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সুলাইম গোত্রের যাকাত উসুল করার কাজে নিয়োগ করেন। তিনি ফিরে আসলে তার নিকট থেকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব নিলেন।