বুখারি হাদিস নং ১৪০৬

হাদীস নং ১৪০৬

আদম রহ……..আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বারীরা নাম্নী দাসীকে আযাদ করার উদ্দেশ্যে কিনতে চাইলেন, তার মালিকরা বারীরার ‘ওয়ালা’ (অভিভাবকত্বের অধিকার)-এর শর্ত আরোপ করতে চাইল। আয়িশা রা.(বিষয়টি সম্পর্কে) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে উল্লেখ করলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন : তুমি তাকে ক্রয় কর। কারণ যে (তাকে) আযাদ করবে ‘ওয়ালা’ তারই। আয়িশা রা. বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে একটু গোশত হাজির করা হল। আমি বললাম, এ বারীরাকে সাদকা স্বরূপ দেওয়া হয়েছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বারীরা’র জন্য সাদকা, আর আমাদের জন্য হাদিয়া।