বুখারি হাদিস নং ১৩৯৬ – বৃষ্টির পানি ও প্রবাহিত পানি দ্বারা সিক্ত ভূমির উৎপাদিত ফসলে উপর উশর।

হাদীস নং ১৩৯৬

সাঈদ ইবনে আবু মারয়াম রহ………আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : বৃষ্টি ও প্রবাহিত পানি দ্বারা সিক্ত উৎপাদিত ফসল বা সেচ ছাড়া উর্বরতার ফলে উৎপন্ন ফসলের উপর উশর ওয়াজিব হয়। আর সেচ দ্বারা উৎপাদিত ফসলের উপর অর্ধ উশর। ইমাম বুখারী রহ. বলেন, এই হাদীসটি প্রথম হাদীসের ব্যাখ্যা স্বরূপ। কেননা, প্রথম হাদীস অর্থাৎ ইবনে উমর রা. থেকে বর্ণিত হাদীসে উশর বা অর্ধ উশর-এর ক্ষেত্র নির্দিষ্টরূপে বর্ণিত হয়নি। আর এই হাদীসে তার নির্দিষ্ট ক্ষেত্র বর্ণিত হয়েছে। রাবী নির্ভরযোগ্য হলে তাঁর বর্ণনায় অন্য সূত্রের বর্ণনা অপেক্ষা বর্ধিত অংশ থাকলে গ্রহণযোগ্য হয় এবং এ ধরনের বিস্তারিত বর্ণনা অস্পষ্ট বর্ণনার ফয়সালাকারী হয়। যেমন, উল্লেখ করা যেতে পারে যে, ফাযল ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত আছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগৃহে সালাত আদায় করেননি। বিলাল রা. বলেন, সালাত আদায় করেছেন। এ ক্ষেত্রে বিলাল রা.-এর বর্ণনা গৃহীত হয়েছে আর ফাযল রা.-এর বর্ণনা গৃহীত হয়নি।