বুখারি হাদিস নং ১৩৩৬ – সুস্থ কৃপণের সাদকা দেওয়ার ফজিলত।

হাদীস নং ১৩৩৬

মূসা ইবনে ইসমাঈল রহ………আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ ! কোন সাদকার সওয়াব বেশী পাওয়া যায় ? তিনি বললেন : কৃপণ অবস্থায় তোমার সাদকা করা যখন তুমি দারিদ্যর আশংকা করবে ও ধনী হওয়ার আশা রাখবে। সাদকা করতে দেরি করবে না। অবশেষে যখন প্রাণবায়ু কন্ঠাগত হবে আর তুমি বলতে থাকবে, অমুকের জন্য এতটুকু, অমুকের জন্য একটুকু, অথচ তা অমুকের জন্য হয়ে যাচ্ছে।