বুখারি হাদিস নং ১৩১৪

হাদীস নং ১৩১৪

হাফস ইবনে উমর রহ……….আবু আইয়্যূব রা. থেকে বর্ণিত যে, এক সাহাবী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলল, আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বললেন, তার কি হয়েছে, তার কি হয়েছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তার প্রয়োজন রয়েছে তো। তুমি আল্লাহর ইবাদত করবে, তাঁর সাথে কোন কিছু শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। (ইমাম বুখারী রহ. বলেন) বাহয রহ. শুবা রহ.-এর সূত্রে বর্ণনা করেন, মুহাম্মদ ইবনে উসমান ও তাঁর পিতা উসমান ইবনে আবদুল্লাহ উভয়ে মূসা ইবনে তালহা রা. আবু আইয়্যূব রা. সুত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীসটি অনুরূপ বর্ণনা করেন। আবু আবদুল্লাহ ইমাম বুখারী রহ. বলেন, (শুবা রহ. রাবীর নাম বলতে ভুল করেছেন) আমার আশংকা হয় যে, মুহাম্মদ ইবনে উসমান -এর উল্লেখ সঠিক নয়, এবং এখানে রাবীর নাম হবে আমর ইবনে উসমান।