বুখারি হাদিস নং ১৩০৪ – সোমবারে মৃত্যু।

হাদীস নং ১৩০৪

মুআল্লা ইবনে আসাদ রহ…….আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু বকর রা.-এর নিকট উপস্থিত হলে তিনি জিজ্ঞাসা করলেন, কয় খণ্ড কাপড়ে তোমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কাফন দিয়েছেলেন ? আয়িশা রা. বললেন, তিন খণ্ড সাদা সাহুলী কাপড়ে, এগুলোতে (সেলাই কৃত) জামা ও পাগড়ি ছিল না। তিনি আবার জিজ্ঞাসা করলেন, কোন দিন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন ? আয়িশা রা. বলেন, সোমবার। তিনি জিজ্ঞাসা করলেন, আজ কি বার ? তিনি (আয়িশা রা. বললেন, আজ সোমবার। তিনি (আবু বকর রা. বললেন, আমি আশা করি এখন থেকে আগত রাতের মধ্যে (আমার মৃত্যু হবে) এরপর অসুস্থ কালীন আপন পরিধেয় কাপড়ের প্রতি লক্ষ্য করে তাঁতে জাফরানী রং এর চিহ্ন দেখতে পেয়ে বললেন, আমার এ কাপড়টি ধুয়ে তার সাথে আরো দু’খণ্ড কাপড় বৃদ্ধি করে আমার কাফন দিবে। আমি (আয়িশা) বললাম, এটা (পরিধেয় কাপড়টি) পুরাতন। তিনি বললেন, মৃত ব্যক্তির চেয়ে জীবিতদের নতুন কাপড়ের প্রয়োজন অধিক। আর কাফন হল বিগলিত শবদেহের জন্য। তিনি মঙ্গলবার রাতের সন্ধ্যায় ইন্তিকাল করেন, প্রভাতের পূর্বেই তাকে দাফন করা হয়।