বুখারি হাদিস নং ১২৯২ – কবরে আযাব থেকে পানাহ চাওয়া।

হাদীস নং ১২৯২

মুহাম্মদ ইবনে মুসান্না রহ………..আবু আইয়ূব (আনসারী) রা. থেকে বর্ণিত, তিনি বলেন, (একবার) সূর্য ডুবে যাওয়ার পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। তখন তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে বললেন : ইয়াহুদীদের কবরে আযাব দেওয়া হচ্ছে। (এটা আযাব দেওয়ার বা আযাবের ফেরেশতাগণের বা ইয়াহুদীদের আওয়াজ)। (ইমাম বুখারী রহ. বলেন) নযর রহ………..আবু আইয়ূব রা. সূত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে (অনুরূপ) বর্ণনা করেছেন।