হাদীস নং ১২৬৩
আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ……….উকবা ইবনে আমির রা. থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন এবং উহুদে পৌছে মৃতের জন্য যেরূপ (জানাযার) সালাত আদায় করা হয় উহুদের শহীদানের জন্য অনুরূপ সালাত আদায় করলেন। এরপর ফিরে এসে মিম্বরে তাশরীফ রেখে বললেন : আমি হব তোমাদের জন্য অগ্রে প্রেরিত এবং আমি তোমাদের জন্য সাক্ষী। আল্লাহর কসম ! এ মুহূর্তে আমি অবশ্যই আমার হাউয (হাউয-ই কাউসার) দেখছি। আর অবশ্যই আমাকে পৃথিবীর ঝান্ডার সমূহের চাবি গুচ্ছ প্রদান করা হয়েছে। অথবা (রাবী বলেন ) পৃথিবীর চাবি গুচ্ছ আর আল্লাহর কসম ! তোমরা আমার পরে শিরক করবে এ আশংকা করি না। তবে তোমাদের ব্যাপারে আমার আশংকা যে, তোমরা পার্থিব সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে।