বুখারি হাদিস নং ১০৫৭ – অসুস্থ ব্যক্তির তাহাজ্জুদ আদায় না করা।

হাদীস নং ১০৫৭

আবু নুআইম রহ……..জুনদাব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একবার) অসুস্থ হয়ে পড়েন। ফলে এক রাত বা দু’রাত তিনি (তাহাজ্জুদ সালাতের উদ্দেশ্যে) উঠেননি।