হাদীস নং ১০৫০
আবু মামার রহ……ইমরান ইবনে হুসাইন রা. থেকে বর্ণিত, তিনি ছিলেন অর্শরোগী, তিনি বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বসে সালাত আদায়কারী ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন : যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করে তবে তা-ই উত্তম। আর যে ব্যক্তি বসে সালাত আদায় করবে, তার জন্য দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক সাওয়াব আর যে শুয়ে আদায় করবে তার জন্য বসে আদায়কারীর অর্ধেক সাওয়াব।। আবু আবদুল্লাহ রহ. বলেন, আমার মতে এ হাদীসে (নিদ্রিত) এর দ্বারা (শুয়া) অবস্থা বুঝানো হয়েছে।