বুখারি হাদিস নং ১০৪০ – সফরে ফরয সালাতের আগে ও পরে নফল আদায় করা। সফরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দু’রাকাআত (সুন্নাত) আদায় করেছেন ।

হাদীস নং ১০৪০

হাফস ইবনে উমর রহ………..ইবনে আবু লায়লা রহ. থেকে বর্ণিত, উম্মে হানী রা. ব্যতীত অন্য কেউ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে সালাতুয যুহা (পূর্বাহ্ন এর সালাত) আদায় করতে দেখেছেন বলে আমাদের জানান নি। তিনি (উম্মে হানী রা. বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তাঁর ঘরে গোসল করার পর আট রাকাআত সালাত আদায় করেছেন। আমি তাকে এর চাইতে সংক্ষিপ্ত কোন সালাত আদায় করতে দেখিনি, তবে তিনি রুকু ও সিজদা পূর্ণভাবে আদায় করেছিলেন। লায়স রহ. আমির (ইবনে রাবীআ) রা. থেকে বর্ণিত, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে রাতের বেলা সফরে বাহনের পিঠে বাহনের গতি মুখী হয়ে নফল সালাত আদায় করতে দেখেছেন।