বুখারি হাদিস নং ১০৩৯ – সফরকালে ফরয সালাতের আগে ও পরে নফল সালাত আদায় না করা।

হাদীস নং ১০৩৯

মুসাদ্দাদ রহ………হাফস ইবনে আসিম রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমর রা. -কে বলতে শুনেছি যে, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাহচর্যে থেকেছি, তিনি সফরে দু’রাকাআতের অধিক নফল আদায় করতেন না। আবু বকর, উমর ও উসমান রা.-এর এ রীতি ছিল।