কখনো কখনো অকস্মাৎ মনে হয়,
এখন কোথাও কেউ নেই। চার পাশে ভয়ঙ্কর
শূন্যতা আহলাদে আটখানা হয়ে ধেই
ধেই নেচে বেড়াচ্ছে সর্বত্র বিলুপ্তিতে!
আমিওতো প্রাণী এক, মানবই নিশ্চিত,
তবে এই আমি কেন দিব্যি রয়ে গেছি
এমন নিষ্প্রাণ শূন্যতায়? এ কি পুরস্কার? না কি
ভয়ঙ্কর শাস্তি কোনও? নারকীয় শাস্তি সুনিশ্চিত।
আমিতো আমার চার পাশে জীবনের কলরব
শোনার ব্যাকুল প্রতীক্ষায় থাকি, এই
পাথরপ্রতিম নীরবতা বুকে চেপে থাকে, দূর
দিগন্তের দিকে দৃষ্টি মেলে কিসের অপেক্ষা করি?
গায়ে কাঁটা দেয়া নীরবতা আমাকে উন্মাদ করে
দেবে ভেবে পাথরের বুকে মাথা ঠুকে ঠুকে ব্যর্থ
জীবন বিলিয়ে দেবো হন্তারক বিরানায়। হঠাৎ দিগন্তে
মিছিলের মতো কিছু পরিস্ফুট, জীবনের মেলা আসছে এগিয়ে।
১৫-১২-২০০৩