(মুহম্মদ মনসুরউদ্দিন, শ্রদ্ধাস্পদেষু)
অবশ্য আজো আকাশের প্রচ্ছদে
অযুত তারার নক্শা দীপ্যমান,
এমনকি শত অবহেলা-লাঞ্ছিত
বাগানেও জাগে অতিথি পাখির গান।
পথের কিনারে রাজছত্রের মতো
ছায়া মেলে দেয় জটাধারী বুড়ো বট;
নানা সন্দেহ নিভৃতে ফিরিয়ে দিয়ে
গেরস্ত ঘরে আছে মঙ্গলঘট।
মধ্যরাতের মসজিদে মেলে গাঢ়
স্তব্ধতামেশা এবাদতী মহাক্ষণ।
কিন্তু জিকিরে, নিখাদ কবুল করি,
মজেনা আমার চিরসংশয়ী মন।
খানকায় জানি অমূল গোলাপ জ্বলে,
বাউলতত্ত্ব অজানা, এমন নয়;
রুমির ঐশী প্রেমের কিরণ-ঢেউ
কখনো আমারও মন-পিদ্দিমে বয়।
অসম সাধ্যে উত্তর দক্ষিণ
দুটি বিপরীত মেরুতে বিবদমান;
সমরনায়ক পারমাণবিক ক্লাবে
গলা খুলে গায় প্রলয়ের জয়গান।
এই ডামাডোলে, বাজখাঁই রলরোলে
ধ্যানের প্রহর আমিও নিত্য খুঁজি।
কিন্তু ভুতের বেগার খেটের মরি
এবং কী দ্রুত ফুরায় আয়ুর পুঁজি।