একঝাঁক পাতিহাঁস বদ্ধ নর্দমার কাদাজল
ভালবেসে, ডাস্টবিন খুঁটে খায় আর
জটলা পাকায় ক্ষণে ক্ষণে, প্রায়শ কলহে মাতে। একজন
রাজহাঁস, নিঃসঙ্গ, ওদের সখ্যকামী, কাছে এসে
প্রত্যাখ্যাত হয়; ধবধবে, কান্তিমান রাজহাঁস
ভারাক্রান্ত মনে হেঁটে যেতে কিছুদূরে খুব খাঁটি
দুধের নহর পেয়ে যায়, শোনে বীণার আশ্চর্য ধ্বনি আর
রাতে নক্ষত্রেরা চতুর্দিকে নেচে বলে, ‘স্বাগতম।‘
আনন্দিত রাজহাঁস আকাশের নানা স্তরে মুক্ত
ডানা মেলে সৌন্দর্যের নানা রূপ করে আবিষ্কার।
৮.৪.২০০০