দূরে কেন, পাশাপাশি
তলোয়ার নেই, শুধু ঢাল নিয়ে
হয় নাকি যুদ্ধ?
পুব নেই এদেশের, পশ্চিম।
লেখাটা কি শুদ্ধ?
দোয়াতটা রয়ে গেছে, কালি নেই।
কী করে যে লিখিরে
জল দাও, পানি দাও, ঢেউ দাও
সাঁতারটা শিখিরে !
সাহেবরা চলে গেছে, থুতু নিয়ে।
কারা যেন চাটছে
পায়ে ঘড়ি, হাতে দড়ি, মরি মরি
ওই কারা হাঁটছে!
ভাই ভাই এক ঠাঁই, দূরে কেন
পাশাপাশি আয় না!
মুখ খানা চেনা নয়? ভালো করে।
দ্যাখ না রে আয়না!