তোমার মুখশ্রী আজ লুটেরা মেঘের অন্তরালে
চলে গেছে, মনে হয়; কণ্ঠস্বর সুদূর হাওয়ায়
মিশে আছে। আগন্তুক পরিব্রাজকের মতো ঘুরি
এ শহরে ফুটপাতে, বাসস্টপে, অলিতে গলিতে,
যদি দেখা হয়ে যায় কোনো ক্রমে, যদি এসে বলো,
‘কী ব্যাপার এতকাল দেখা নেই কেন?’ স্বরচিত
কবিতা তোমাকে যদি আনতে পারতো ডেকে, তবে
অনেক আগেই চলে আসা ছিল নাকি সমীচীন?
জেনেছি তোমার কাছে গেলে দুঃখের সহিত
অনিবার্যভাবে মালা বদলের প্রয়োজন হয়, তবু
হাওয়ায় উঠলে দুলে পর্দা, রূপালি তবক-মোড়া
এলাচ দানার মতো নক্ষত্র জাগলে নীলিমায়,
আকাশ সাঁওতাল যুবতীর মতো মেঘনম্র খোঁপা
বাঁধলে তোমাকে খবু কাছে পেতে ভারি সাধ হয়।