প্রত্যুষের পাখি আমাকে দেখে
গান ভুলে
প্রশ্ন করে নিজেকে, এই সাত
একালে
কোথায় চলেছে লোকটা?
আকাশ সূর্যের মুকুট পরে
ঝলসাচ্ছে খুব,
আকাশে চক্কর দিচ্ছে যে চিল
সে ভাবে, এই ভরদুপুরে
কোন্ দিকে যাচ্ছে দিশেহারা
পুরুষ।
বিকেলের কোমল নদীর
জিজ্ঞাসা,…
কোথায় গন্তব্য এই ক্লান্ত
পথিকের?
গোধূলি বেলার গরুর গলার
ঘুন্টি
আমার উদ্দেশে উচ্চারণ
করে…
কোথায় চলেছেন কবি?
সন্ধ্যারাতের জোনাকির
সওয়াল,
কোন্ নিবাসে যাবে লোকটা?
মধ্যরাতির গোরস্তানের
আবছা বাতি
আমাকে লক্ষ্য ক’রে শুধায়,
পথের শেষ কোথায় এই
ধুলোময়
লোকটার? কোথায়?
ওরা কি জানে না প্রতি
মুহূর্তে, অন্তর্গত
ঐশ্বর্য আমার, তোমার দিকেই
এই যাত্রা?
১৭.২.৯৪