খোকার ভাবনা
নদী যদি হতে চায় দূরের আকাশ
তবে কি বৃষ্টি হবে গোটা বারো মাস?
খোকা বলে, বলল না মা, একি হয় না কি?
মা বলেন, থাম বাপ, ঢের কাজ বাকি।
যা এখন খেলা কর, আঁচলটা ছাড়
রোদ্দুরে দিতে হবে আমের আচার।
খোকা ভেবে ভেবে মরে পায় না তো মানে
কত যে অভাব আছে কেউ কি জানে?
মাথার পেছনে যদি হয় দুটো চোখ চাপা
পড়ে মরতো কি রোজ এত লোক?
মনে মনে খেলে যদি যেত পেট ভরে
তা হলে কি অনাহারে এত লোক মরে?
এ রকম আরও কত আছে যে অভাব
কখনও কি মিটবে তা কে দেবে জবাব?
ভগবানই জানে না তো তুমি আমি ছার
তার চেয়ে খাওয়া যাক আমের আচার।