কীভাবে করবো শুরু ভেবেই পাচ্ছি না। প্রতিবার
সেই একই মুশকিল-অস্তিত্বের ঈষৎ কম্পন,
শব্দহীনতার মরুভূমি, ভ্রষ্ট চিন্তার গহ্বর,
তবে কি এখন আমি মুদ্রাদোষবশত খানিক
আমতা-আমতা করে নামতার মতো গড়গড়
বলে যাবো কিছু, নাকি খাতা নিরক্ষর রেখে ফের
থাকবো আলস্যে ডুবে অথবা আড্ডার লোভে যাবো
বন্ধুর ডেরায় মেনে নিয়ে পরাজয়? কিন্তু আমি
পরমুহূর্তেই দেখি সারস আকাশ পাড়ি দেয়,
মৌলানা রুমির খিবকা কাঁপে, রক্তাপ্লুত যেশাসের
উনিশ শো একাশিটি জন্মন্ধ পেরেক জেগে থাকে,
এবং সন্তের চোখ। একটি সোনালি সিংহ তার
মুখে গোলাপের তোড়া নিয়ে ছোটে নৈশ ফুটপাথে,
বাজে কারো কণ্ঠস্বর, মুশকিল কেমন আসান হয়ে যায়।