নিম্নোক্ত কাব্যগ্রন্থগুলি সাজানো হয়নি

ও ভ্রমর

ও ভ্রমর, ভ্রমর রে তারে কইও গিয়া
আমার রাধার বিচ্ছেদের অঙ্গারে আমি ফুইট্রা মরি
খইয়ের মতো। কত দিন কত রাত যায়
আমি মাথা কুইট্রা মরি কংক্রীটে, তবু
দিদার পাই না তার; ও ভ্রমর
তারে কইও গিয়া কানে কানে নিরালা নিশীথে।
ও ভ্রমর, ভ্রমর রে আমার চক্ষের পিদিম
নিভু-নিভু জ্যোতি নিভবার আগে
তারে দেখতে না পাইলে
আমার পরাণ ফাইট্রা যাইবে ভ্রমর গো।

ভ্রমর, তুমি আমারে এই পাষাণ নগরে
একবার দেইখ্যা যাও,
দেইখ্যা যাও কী হালতে আছি আমি
পোড়া অঙ্গ লইয়া।

ও ভ্রমর, ভ্রমর রে তোমারে ডাইক্যা মরি পাতালে,
পাথরের জঙ্গলে, আইসো আমার ধারে, আমার
শেষ কথা শুইন্যা তুমি তারে কইও গিয়া
ও আমার ভ্রমর রে।

ও আমার ভ্রমর, ভ্রররে আমার রাধারে আইজ
খুঁইজ্যা পাই না কাছে-ধারে, কোনোখানে।
ভ্রমর গো, কী কইরা আইবারে তুমি অ্যাত্ত দূরে
পরাণের বাংলা ছাইড়া? কইয়া যাও, ও ভ্রমর, কইয়া যাও রে।
নিউইয়র্ক, ২৫/৮/৯৫