এখনো অনেক পথ পাড়ি
দিতে হবে। কখনো-বা
ভুল পথ নিয়ে যাবে ডেকে
দূরে, জলের অভাবে
ঝিমিয়ে পড়বে প্রাণ। কাঁটার
দেয়াল চতুর্দিকে
হঠাৎ গজিয়ে উঠে পথ রোধ
ক’রে দুঃস্বপ্নের
এলাকায় ঠেলে দেবে। রক্তাক্ত
শরীরে জেগে ওঠা,
ক্ষীণ কণ্ঠে অর্থহীন বাক্য
উচ্চারণ করা তপ্ত
ঘোরের ভেতর ভুল কবিতার
মতো-এভাবেই
কিছুকাল বুঝি বা কাটাতে
হবে বন্দীর স্বভাবে।
অকস্মাৎ বিস্ফোরণ; অনড়
দেয়াল ধসে যায়,
স্পর্শ পাই সতেজ হাওয়ার,
কণ্ঠস্বরে করে ভর
গুণীর গভীর তান প্রত্যুষের,
সত্য প্রতিমার
মতো এসে সমুখে দাঁড়ায়;
আমি নিজে খোলা পথে
দাঁড়াই প্রসন্ন মনে প্রকৃত
হদিশ পেয়ে আর
কবিতার হিরন্ময় কাল
মোবারকধ্বনি দেয়।
১৮.৩.৯৩