‘বহু ক্রোশ হাঁটা হলো; এখন
বিশ্রাম নেওয়া যাক
এই স্নিগ্ধ গাছের ছায়ায়।
‘থামব না; কায়ক্লেশ আছে,
তবু চ’লে যেতে হবে।‘
‘পথে দেরি ভালো নয়।
চলো, আরো নদী বাকি
আছে,
দিতে হবে পাড়ি।
‘ফুটফুটে জ্যোৎস্না দেখ
চতুর্দিকে পেতেছে গালিচা
কী মধুর আমন্ত্রণে; অবহেলা
করা ঠিক নয়, এসো বসি।
‘জ্যোৎস্নার ওপারে যেতে
হবে।
‘শোনো বাউলের সুর বাজে
রঙিন টিলার ধারে,
এসো, শুনে নিই কিছুক্ষণ
শরীর এলিয়ে ঘাসে’।-
‘উঠবে অমর্ত্য সুর বেজে
পথে পথে, এখন এখানে
থামা চলবে না’।
‘তাহ’লে বলো তো, কবি,
আমাদের গন্তব্য কোথায়?’
‘এখনো জানি না; জানি,
আমাদের আছে শুধু চলা’।
৭.৩.৯৪