শকুনটা ছিলো দশাসই আর ওর সাঙ্গাত
ছিল অন্য এক তাঁবেদার শকুন।
দু’টিতে এক জোট হয়ে হামলে পড়লো
দ্বীপবাসী তেজী, স্বাধীনচেতা এক ঈগলের ওপর।
অকারণ নয় এই উড়ে এসে জুড়ে বসে বিকট
হামলায় মেতে ওঠা। জেদি, অথচ
শান্তিপ্রিয় ঈগলের দখলে
বেশ ক’টি দুর্লভ মুক্তো আছে ব’লেই
শকুনদের উড়ে এসে জুড়ে বসার
বাসনা ছিল প্রবল। শকুনদ্বয় ঝাপ্টে, চঞ্চু চালিয়ে
ঈগলকে ক্ষতবিত ক’রে বনেদী,
দুর্লভ মুক্তোগুলোর দিকে লোভার্ত থাবা বাড়ায়।
দুই শেয়ানা শকুন এবং তাদের সাঙ্গপাঙ্গদের হামলা,
ক্রমাগত ঝাপ্টায় ঈগল এবং তার সহচরেরা চরম
পর্যুদস্ত হওয়ার আগে ওরা হঠাৎ
উধাও হলো ব’লে ধন্দে পড়ে অনেকে।
আক্রান্ত জেদি ঈগল জীবিত কি মৃত-সে এক গূঢ় রহস্য
হয়ে থাকে দ্বীপের বাসিন্দাদের নিকট।
১১-৪-২০০৩