ঋগ্বেদ ১০।১৯১
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৯১(১)
প্রথম ঋকের অগ্নি দেবতা। সংবলন ঋষি; অবশিষ্টগুলির সংজ্ঞান অর্থাৎ ঐকমত্য দেবতা।
১। হে অগ্নি! তুমি প্রভু, হে অভিলষিত ফলদাতা! তুমি তাবৎ প্রাণীর সহিত বিশেষরূপে মিশ্রিত আছ। তুমি যজ্ঞ বেদিতে জ্বলিতেছ। আমাদিগকে ধন দান কর।
২। হে স্তবকর্তাগণ! তোমরা মিলিত হও, একত্রে স্তব উচ্চারণ কর, তোমাদিগের মন পরস্পর একমত হউক। অধুনাতন দেবতাগণ প্রাচীন দেবতাদিগের ন্যায় একমত হইয়া যজ্ঞ ভাগ গ্রহণ করিতেছেন।
৩। এই সকল পুরোহিতদিগের মন্ত্রোচ্চারণ এক প্রকার হউক, ইহার সঙ্গে সমাগত হউন, ইহাদিগের মন, চিত্র, সকলি একপ্রকার হউক। হে পুরোহিতগণ! আমিতোমাদিগের একই মন্ত্রে মন্ত্রিত করিতেছি, তোমাদিগের সর্বসাধারণ দ্বারা হোম করিতেছি।
৪। তোমাদিগের অভিপ্রায় এক হউক, অন্তঃকরণ এক হউক, মন এক হউক, তোমরা যেন সর্বাংশে সম্পূর্ণরূপে একমত হও(২)।
————
(১) সূক্তটা অপেক্ষাকৃত আধুনিক।
(২) ঋগ্বেদ সংহিতার অনুবাদ সমাপ্তি উপলক্ষে অনুবাদক ঋগ্বেদের জ্বলন্ত ভাষায় প্রত্যেক ভারতবাসীর নিকট নিবেদন করিতে সাহস করিতেছেন, “আমাদিগের অভিপ্রায় এক হউক, অন্তঃকরণ এক হউক, মন এক হউক, আমরা যেন সর্বাংশে সম্পূর্ণরূপে একমত হই। ঐক্য ভিন্ন আমাদের উন্নতির উপায়ান্তর নাই”।