ঋগ্বেদ ১০।১৮৪
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৮৪
বিষ্ণু, প্রভৃতি দেবতা। ত্বষ্টা ঋষি।
১। বিষ্ণু নারীর অঙ্গকে গর্ভাধানের উপযুক্ত করিয়া দিন; ত্বষ্টা গর্ভস্থ সন্তানের অবয়ব স্থির করিয়া দিন; প্রজাপতি শুক্রপাতন করুন; ধাতা তোমার গর্ভকে ধারণ করুন।
২। হে সিনীবালী! গর্ভকে ধারণ কর; হে সরস্বতী! তুমিও গর্ভকে ধারণ কর। পদ্মমালাধারী দেব অশ্বিদ্বয় তোমার গর্ভ উৎপাদন করুন।
৩। হে পত্নি! অশ্বিদ্বয় তোমার গর্ভস্থ যে সন্তানের জন্য সুবর্ণনিৰ্মিত দুই অরণি পরস্পর ঘর্ষণ করিতেছেন, দশম মাসে প্রসব হইবার জন্য তোমার সেই গর্ভস্থ সন্তানকে আমরা আহ্বান করিতেছি(১)।
————
(১) এ সূক্তটিও গর্ভ সঞ্চারকরণের মন্ত্র। এটিও আধুনিক।