ঋগ্বেদ ১০।১৮১

ঋগ্বেদ ১০।১৮১
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৮১
বিশ্বদেব দেবতা। প্রথ, সপ্রথ ও ঘর্ম যথাক্রমে ঋষি।

১। প্রথ নামে যাহার পুত্র, অর্থাৎ বসিষ্ঠ, এবং সপ্রথ নামে যাহার পুত্র, অর্থাৎ ভরদ্বাজ; তন্মধ্যে বসিষ্ঠ ধাতার নিকট, দীপ্তিময় সবিতা দেবের নিকট এবং বিষ্ণুর নিকট হইতে “রথন্তর” আহরণ করিয়াছেন। উহা অনুষ্টুপছন্দো বিশিষ্ট ধৰ্ম্ম নামক হবির পবিত্রতা ধায়ক।

২। যে অতিগুঢ় “বৃহতের” দ্বারা যজ্ঞের অনুষ্ঠান হইয়া থাকে, যাহা কেহই জানিত না, তাহা সবিতা প্রভৃতি আবিষ্কৃত করিয়াছিলেন। সেই ধাতা, দীপ্তিময় সবিতা, বিষ্ণু এবং অগ্নির নিকট হইতে ভরদ্বাজ “বৃহৎ” আবিস্কৃত করিলেন।

৩। যে অভিষেকক্রিয়ানিষ্পাদক “ঘৰ্ম্ম” যজ্ঞকাৰ্য্যে অতি প্রধানরূপে উপযোগী হইয়া থাকে, ধাতা প্রভৃতি দেবতারা তাহা মনে মনে ধ্যান করতঃ আবিষ্কৃত করিয়াছেন। এই সকল পুরোহিতগণ ধাতা, দীপ্তিময় সবিতা, বিষ্ণু ও সূর্যের নিকট হইতে সেই ঘৰ্ম আহরণ করিয়াছেন(১)।

————

(১) এই অতিশয় অস্পষ্টার্থ সূক্তটি আধুনিক, তাহা বলা বাহুল্য। সায়ণ রথন্তর অর্থে রথান্তর, সাম, বৃহৎ অর্থে বৃহৎ সাম এবং ঘর্ম অর্থে যজুর্বেদের অংশ করিয়াছেন।