ঋগ্বেদ ১০।১৭৬
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৭৬
ঋভু দেবতা। পরে অগ্নি দেবতা। সূনূ ঋষি।
১। ঋভু-সন্তানেরা তুমুল সংগ্রাম করিবার জন্য নির্গত হইলেন। যেমন বৎসগণ জননীভূতা গাভীকে ঘেরিয়া দাঁড়ায়, তদ্রুপ তাহারা জগৎ ধারণ করিবার জন্য পৃথিবীর চতুর্দিকে ব্যাপ্ত হইলেন।
২। দেব অগ্নিকে দেবযোগ্য স্তবের দ্বারা প্রসন্ন কর। তিনি যথানিয়মে আমাদিগের হব্য বহন করুন।
৩। এই সেই অগ্নি, ইনি দেবতাদিগের নিকটে যান, ইনি হোতা, যজ্ঞের জন্য ইহাকে স্থাপনা করা হয়। ইনি রথের ন্যায় হব্য লইয়া যান, পুরোহিত ইহাকে চতুর্দিকে বেষ্টন করিয়া আছে; ইনি কিরণসম্পন্ন; নিজেই জানেন, কিরূপে যজ্ঞ করিতে হয়।
৪। এই অগ্নি রক্ষা বিধান করেন, যেহেতু ইহার উৎপত্তি অমৃতবৎ, ইনি বলবানের অপেক্ষাও বলবান ইনি পরমায়ু বৃদ্ধির জন্য উৎপাদিত হইয়াছেন।