ঋগ্বেদ ১০।১৭৪
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৭৪
রাজস্তুতি দেবতা। অভীবর্ত ঋষি।
১। যজ্ঞসামগ্রী লইয়া দেবতাদিগের নিকটে যাইতে হয়; এতাদৃশ যজ্ঞ সামগ্রী প্রাপ্ত হইয়া ইন্দ্র অনুকূল হইয়াছেন । হে ব্ৰহ্মণস্পতি! এতাদৃশ রাজসামগ্রীসহকারে আমরা যুক্ত করিয়াছি; অতএব আমাদিগকে পদ দাও।
২। যাহারা বিপক্ষ, যাহারা আমাদিগের হিংসাকারী শত্রু, যে সৈন্য লইয়া যুদ্ধ করিতে আসে, যে আমাদিগকে দ্বেষ করে, হে রাজন! এতাদৃশ তাবৎ ব্যক্তির সম্মুখীন হও।
৩। সবিতাদেব তোমার প্রতি অনুকুল হইয়াছেন; সোম অনুকুল হইয়া ছেন, সর্বপ্রাণী তোমার প্রতি অনুকূল, এইরূপে তুমি অভীবর্ত, অর্থাৎ সকলের নিকট আশ্রয় প্রাপ্ত হইয়াছ।
৪। হে দেবগণ! যে যজ্ঞসামগ্রীদ্বারা যজ্ঞানুষ্ঠানপূর্বক ইন্দ্ৰ সৰ্ব্বশ্রেষ্ঠ হইয়াছেন; আমিও তাহাতেই যজ্ঞ করিয়াছি; তদ্বারা নিশ্চয়ই আমি শত্রুর দুর্ধর্ষ হইয়াছি।
৫। আমার শত্রু নাই, আমি শত্রুদিগকে বধ করিয়াছি, আমি রাজ্যের প্রভু ও বিপক্ষ নিরাকরণে সক্ষম হইয়াছি। এমতে আমি তাবৎ প্রাণিবর্গের উপর এবং এই সকল লোকদিগের উপর অধীশ্বর হইয়াছি।