ঋগ্বেদ ১০।১৬৬
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৬৬
শত্রু বিনাশ দেবতা। বর্ষভ ঋষি।
১। হে ইন্দ্র! আমাকে এতাদৃশ কর, যাহাতে আমি সমকক্ষ ব্যক্তিদিগের মধ্যে শ্রেষ্ঠ হই, শত্ৰুদিগকে পরাভব করি, বিপক্ষদিগকে নিধন করি, এবং সর্বোপরিবৰ্ত্তী হইয়া অশেষ গোধনের অধিকারী হই।
২। আমি শত্রুনিধনকারী হইলাম, আমাকে কেহ হিংসা বা আঘাত করিতে পারে না। এই সকল শত্রু আমার দুই চরণের নীচে অবস্থিতি করিতেছে।
৩। হে শত্রুগণ! যেমন ধনুকের দুই প্রান্তভাগ ধনুর্গুণের দ্বারা বন্ধন করে, তদ্রুপ তোমাদিগকে এই স্থানই বন্ধন করিতেছি। হে বাচস্পতি! ইহাদিগকে নিষেধ করিয়া দাও, ইহারা যেন আমার কথার উপর কথা কহিতে সমর্থ না হয়।
৪। আমার তেজঃ তাবৎ কর্মের জন্যই উপযুক্ত। সেই তেজঃ লইয়া আমি শত্ৰু পরাজয় করিতে আসিয়াছি। হে শত্রুগণ! আমি তোমাদিগের মন, তোমাদিগের কাৰ্য, তোমাদিগের মিলন, সকলি অপহরণ করিয়া লইতেছি।
৫। তোমাদিগের উপার্জন ক্ষমতা অপহরণপূর্বক আমি তোমাদিগের অপেক্ষা শ্রেষ্ঠ হইয়াছি, তোমাদিগের মস্তকে উঠিয়াছি। যেমন জলমধ্য হইতে ভেকেরা শব্দ কৰিতে থাকে, তদ্রূপ তোমরা আমার চরণের তল হইতে চীৎকার করিতে থাক।