ঋগ্বেদ ১০।১৫৮
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৫৮
সূর্য্য দেবতা। চক্ষু ঋষি।
১। সূৰ্য্য আমাদিগকে স্বর্গের উপদ্রব হইতে, বায়ু আকাশের উপদ্রব হইতে এবং অগ্নি পৃথিবীর উপদ্রব হইতে রক্ষা করুন।
২। হে সবিতা! আমাদিগের পুজা গ্রহণ কর। তোমার যে তেজ, তাহার উদ্দেশে একশত যজ্ঞ অনুষ্ঠান করা উচিত, শত্ৰুদিগের যে সকল উজ্জ্বল অস্ত্র আসিয়া পড়িতেছে, তাহা হইতে আমাদিগকে রক্ষা কর।
৩। সবিতাদেব আমাদিগকে চক্ষু দান করুন, পর্বতদেব চক্ষু দান করুন। বিধাতা আমাদিগকে চক্ষু দান করুন।
৪। আমাদিগের চক্ষুকে চক্ষু, অর্থাৎ দর্শনশক্তি দান কর, যাহাতে সকল বস্তু উত্তমরূপ প্রকাশ পায়, সেই জন্য আমাদিগের শরীরকে চক্ষু দান কর। আমরা যেন সকল বস্তু একত্রে সংগৃহীতরূপে দর্শন করিতে পারি, এবং যেন বিশেষ বিশেষ করিয়াও দর্শন করিতে পারি।
৫। হে সূৰ্য্য! তোমাকে যেন আমরা অতি উৎকৃষ্টরূপে দর্শন করিতে পারি, আর মনুষ্যগণ যাহা দেখিতে পায়, তাহা যেন আমরা বিশেষ বিশেষ করিয়া দর্শন করিতে পারি।