ঋগ্বেদ ১০।১৫১
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৫১
শ্রদ্ধা দেবতা। শ্রদ্ধা ঋষি।
১। শ্রদ্ধার গুণে অগ্নি প্রজ্বলিত হয়েন (১)। শ্রদ্ধাপ্রযুক্তই যজ্ঞসামগ্রী আহুতি দেওয়া হয়। শ্রদ্ধা সম্পত্তির মস্তকের উপরে থাকেন, ইহা আমি, স্পষ্ট বাক্যে জানাইতেছি।
২। হে শ্রদ্ধা! যে দান করে, তুমি তাহার প্রিয়কার্যের অনুষ্ঠান কর; যে দান করিতে ইচ্ছা করিয়াছে, তাহাকেও সন্তুষ্ট কর। যাহারা ভোজন করায়, যজ্ঞকরে, তাহারা প্রীতি লাভ করুক। হে শ্রদ্ধা! আমার এই কথাটা রক্ষা কর।
৩। যখন অসুরেরা প্রবল হইল, তখন দেবতারা এই শ্রদ্ধা, অর্থাৎ বিশ্বাস করিলেন, যে, ইহাদিগকে বধ করিতেই হইবে। হে শ্রদ্ধা! যাহারা ভোজন করায় ও যজ্ঞ করে, তাহাদিগের বিষয়ে আমি যাহা বলিল, সেই কথাটা সফল কর।
৪। দেবতারা এবং যজমান ব্যক্তিরা বায়ুকে রক্ষকস্বরূপ পাইয়া প্রায়ই উপাসনা করেন। মনে কোন সংকল্প উদয় হইলে লোকে শ্রদ্ধারই শরণাগত হয়। এর প্রসাদে ধন লাভ করা যায়।
৫। শ্রদ্ধাকে আমরা প্রাতঃকালে আহ্বান করি, শ্রদ্ধাকেই মধ্যাহ্নকালে ডাকি; যখন সূর্য অস্ত যান, তখনও এরই নাম করি। হে শ্রদ্ধা! এই স্থানে আমাদিগকে শ্রদ্ধাযুক্ত করিয়া দাও।
————
(১) শ্রদ্ধা অর্থে ধর্মে বা সত্যে বিশ্বাস, তাহা হইতে একটি দেবীরূপে উপাসিত হইলেন। এ সূক্তটি আধুনিক। ৩ ঋকে অসুর শব্দ পৌরাণীক অর্থে ব্যবহৃত হইয়াছে।