ঋগ্বেদ ১০।১৪৪
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৪৪
ইন্দ্র দেবতা। সুপর্ণ ঋষি।
১। হে ইন্দ্র! তুমি সৃষ্টিকর্তা। তোমার জন্য এই অমৃততুল্য সোম ঘোটকের ন্যায় ধাবিত হইতেছে। ইহা বলের আধানকারী এবং সকলের জীবনস্বরূপ।
২। দাতা ইন্দ্রের উজ্জ্বল বজ্র আমাদিগের স্তবের যোগ্য। ইন্দ্র উর্ধকৃশন নামক স্তবকৰ্ত্তাকে পালন করেন। যেমন ঋভুদেব যজ্ঞকর্তাকে পালন করেন,তদ্রুপ ইনি পালন করেন।
৩। উজ্জ্বলমূর্তি ইন্দ্র যজমানস্বরূপ নিজ প্রজাদিগের নিকট অতি সুচারু রূপে গতিবিধি করেন। আমি যে শ্যেন (অর্থাৎ সুপর্ণ) ঋষি, তিনি যেন আমার বংশ বৃদ্ধি করিয়াছেন।
৪। শ্যেনের পুত্র সুপর্ণ অতি দুর দেশ হইতে সোম আনিয়াছেন, তাহা অশেষ কর্মের উপযোগী, তাহা বৃত্রের উৎসাহ বৃদ্ধি করে।
৫। তাহা রক্তবর্ণ, তাহা অন্যের সৃষ্টিকর্তা, তাহা দেখিতে সুন্দর, তাহা কেহই নষ্ট করিতে পারে না, তাহা শ্যেন আপন চরণের দ্বারা আহরণ করিয়াছে। হে ইন্দ্র! এই সোমের অনুবোধে অন্ন, পরমায়ু ও জীব বিতরণ কর, ইহার অনুরোধে আমাদিগের সহিত বন্ধুত্ব কর।
৬। সোম পান করিয়া ইন্দ্র দেবতাদিগকে এবং আমাদিগকে বিশিষ্ট রূপ রক্ষা করেন। হে উৎকৃষ্ট কৰ্মকারী ইন্দ্র! যজ্ঞের অনুরোধে আমাদিগকে অন্ন ও পরমায়ু প্রদান কর, যজ্ঞের অনুরোধে এই সোম আমাদিগের কর্তৃক প্রস্তুত করা হইয়াছে।