ঋগ্বেদ ১০।১৪১
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৪১
বিশ্বেদেবা দেবতা। অগ্নি ঋষি।
১। হে অগ্নি! উপযুক্তমত উপদেশ দাও, আমাদিগের প্রতি অনুকুল ও প্রসন্ন হও। হে নরপতি! তুমি ধনের দানকর্তা, অতএব আমাদিগকে দান কর।
২। অৰ্য্যমা, ভগ, বৃহস্পতি, দেবগণ, সত্যপ্রিয় বাক্যময়ী সরস্বতী দেবী। ইহারা সকলে আমাদিগকে দান করুন।
৩। আমাদিগকে রক্ষা করিবার জন্য আমরা সোম রাজাকে, অগ্নি, সূৰ্য্য, আদিত্যগণ, বিষ্ণু, ব্ৰহ্মণম্পতি, ও বৃহস্পতিকে স্তবের দ্বারা আহ্বান করিতেছি।
৪। ইন্দ্র, বায়ু ও বৃহস্পতি, ইহাদিগকে ডাকিলে আনন্দ হয়, ইহা দিগকে ডাকিতেছি, ইহারা যেন সকলেই ধনলাভবিষয়ে আমাদিগের প্রতি প্রসন্ন হন।
৫। অৰ্যমা, বৃহস্পতি, ইন্দ্র, বায়ু, বিষ্ণু, সরস্বতী এবং শীঘ্রগামী সবিতা দেবকে দানের জন্য অনুরোধ কর।
৬। হে অগ্নি! তুমি অপরাপর অগ্নিদিগের সহিত এক হইয়া আমাদিগের স্তব ও যজ্ঞের শ্রীবৃদ্ধি কর। আমাদিগের যজ্ঞের জন্য তুমি দাতাদিগকে ধনদান করিতে অনুরোধ কর।