ঋগ্বেদ ১০।১৩৮

ঋগ্বেদ ১০।১৩৮
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৩৮
ইন্দ্র দেবতা। অঙ্গ ঋষি।

১। হে ইন্দ্র! তোমার প্রতি বন্ধুত্ব করিবার জন্য যজ্ঞকর্তারা যজ্ঞ সামগ্রী বহন করিয়া যজ্ঞের অনুষ্ঠান পূর্বক বলকে বিদীর্ণ করিলেন। তখন স্তব করা হইল, কুৎসকে তুমি প্রভাতের আলোক দিলে, জল মোচন করিলে এবং বৃত্রের কাৰ্য্য সমস্ত ধ্বংস কৰিলে।

২। হে ইন্দ্র! তুমি জননীতুল্য জলদিগকে মোচন করিয়াছ, পৰ্বতদিগকে বিচলিত করিলে, গাভীদিগকে তাড়াইয়া লইয়া গেলে, সুমিষ্ট মধু (সোম) পান করিলে, বলের বৃক্ষদিগকে বৃষ্টি দ্বারা আপ্যায়িত করিলে, যজ্ঞোপযোগী স্তুতিবাক্য দ্বারা ইন্দ্রের স্তব হইল, ইহার ক্রিয়াদ্বারা সূৰ্য্য দীপ্তিশালী হইলেন।

৩। সূৰ্য্যদেব আকাশের মধ্যে আপনার রথ চালিত করিয়া দিলেন, তিনি দেখিলেন, আর্যজাতি দাসজাতীর সমকক্ষ। ইন্দ্র ঋজিশ্বা নামক ব্যক্তির সহিত বন্ধুত্ব করিয়া পিপ্রু নামক মায়াবী অসুরের(২) বল বীর্য নষ্ট করিয়া দিলেন।

৪। দুৰ্ধর্ষ ইন্দ্র, দুর্ধর্ষ শত্রুসৈন্যদিগকে নষ্ট করিলেন; তিনি দেবশূন্যদিগের ধনসমূহ ধবংস করিলেন। সুৰ্য যেরূপ মাসে মাসে পৃথিবীতে রস আকর্ষণ করেন, তদ্রপ তিনি শক্রপুরীস্থিত ধন হরণ করিলেন। তিনি স্তব গ্রহণ করিতে করিতে উজ্জ্বল অস্ত্রধারা শত্রু নিপাত করিলেন।

৫। ইন্দ্রের সেনার সহিত কেহ যুদ্ধ করিতে সমর্থ হয় না, সর্বত্রগামী বিদীর্ণকারী বজ্রদ্বারা তিনি বৃত্ৰ নিপাতপূর্বক অস্ত্রশস্ত্র শাণিত করেন, বিদীর্ণকারী ইন্দ্র-বজ্র হইতে শত্রুগণ ভীত হইল। সৰ্ববস্তু শোধনকারী সূৰ্য্যদেব চলিতে আরম্ভ করিলেন। উষা দেবী আপনার শকট চালিত করিয়া দিলেন।

৬। হে ইন্দ্র! এই সকল বীরত্বের কাৰ্য কেবল তোমারই শুনা যায়, যেহেতু তুমি অসহায়ে যজ্ঞ বিঘ্নকারী অসহায় শত্রুকে হিংসা করিয়াছ। তুমি আকাশের উপর চন্দ্রের গতায়াতের ব্যবস্থা করিয়া দিয়াছ। সূর্যের রথ চক্রকে যখন বৃত্র ভঙ্গ করে, তখন সকলের পিতা দ্যুলোক তোমার দ্বারাই সেই চক্র ধারণ করাইয়া থাকেন।

————

(১) আর্য্য ও অনার্য্যদিগের উল্লেখ। ইহার নীচের ঋকটিও দেখ।

(২) অসুর শব্দের পৌরাণিক অর্থে ব্যবহার এই সূক্তের আধুনিক রচনা প্রকাশ করিতেছে।