ঋগ্বেদ ১০।১৩৪
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৩৪
ইন্দ্র দেবতা। মান্ধাতা ঋষি, এবং সপ্তম ঋকের গোধা ঋষি।
১। হে ইন্দ্র! তুমি উষার ন্যায় দ্যুলোক ও ভূলোককে পরিপূর্ণ কর, তুমি মহতেরও মহৎ, মনুষ্যদিগের উপৰিবৰ্ত্তী সম্রাট। কল্যাণময়ী তোমার মাতাদেবী তোমাকে প্রসব করিয়াছেন।
২। যে দুরাত্মা ব্যক্তি আমাদিগকে বধ করিতে ইচ্ছা করে, তাহার বল অধিক থাকিলেও তুমি সেই বলকে ন্যূন করিয়া দাও; যে আমাদিগের অনিষ্ট চেষ্টা করে, তাহাকে ধরাশায়ী কর। কল্যাণময়ী ইত্যাদি।
৩। হে ক্ষমতাবান শত্রুসংহারী ইন্দ্র! সেই যে প্রচুর অন্ন সমস্ত, যাহাতে সকলেরই আনন্দ হয়, তাহা তোমার ক্ষমতাবলে আমাদিগের দিকে প্রেরণ কর। সেই সঙ্গে আমাদিগকে সর্ব প্রকারে রক্ষা কর। কল্যাণময়ী, ইত্যাদি।
৪। হে শতক্রতু ইন্দ্র! তুমি যখন, নানা অন্ন প্রেরণ করিবে, তখন সোমযাগকারী যজমানকে সহকারে রক্ষা করিবে এবং ধনও দিবে। কল্যাণময়ী, ইত্যাদি।
৫। উজ্জ্বল অস্ত্রশস্ত্রগুলি ঘর্মবিন্দ্রর ন্যায় চতুর্দিকে পতিত হউক, দুর্বার প্রতানের ন্যায় অস্ত্রশস্ত্রগুলি বিশ্বব্যাপী হউক, আমাদিগের দুর্মতি দুর হউক। কল্যাণময়ী, ইত্যাদি।
৬। হে জ্ঞানবান্ ধনশালী ইন্দ্র! সুদীর্ঘ অঙ্কুশের ন্যায় তুমি শক্তি নামক অস্ত্র ধারণ করিয়া থাক। ছাগ যেরূপ শরীরের সম্মুখস্থিত চরণের দ্বারা বৃক্ষ শাখাকে আকর্ষণ করে, তদ্রূপ তুমি সেই শক্তি অস্ত্রধারা শত্রুকে আকর্ষণপূর্বক নিপাত কর। কল্যাণময়ী, ইত্যাদি।
৭। হে দেবতাগণ! তোমাদিগের বিষয়ে কিছুই ত্রুটি করি নাই, কোনও কর্মেই শৈথিল্য বা ঔদাস্য করি নাই। মন্ত্র ও শ্রুতি অনুসারে আচরণ করিয়াথাকি। দুই হস্তে রাশীকৃত যজ্ঞসামগ্রী লইয়া তন্মাত্র সহায়ে এই যজ্ঞকর্ম সম্পাদন করিয়া থাকি।