ঋগ্বেদ ১০।১১৫
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১১৫
অগ্নি দেবতা। উপস্তুত ঋষি।
১। এই নবীন বালকের (অর্থাৎ অগ্নির) কি আশ্চৰ্য্য প্রভাব, এ বালক দুগ্ধ পানের জন্য মাতা পিতার নিকটে যায় না। ইহার পান করিবার জন্য স্তনদুগ্ধ নাই, অথচ এ বালক জন্মিয়াছে। তৎক্ষণাৎ এ বালক গুরুতর দৌত্য কার্যের ভার গ্রহণপূর্বক তাহা নির্বাহ করিল।
২। যিনি নানা কর্মকারী ও দাতা, সেই অগ্নিকে আধান করা হইলে, ইনি জ্যোতির্ময় দন্তদ্বারা বলদিগকে ভক্ষণ করেন। জুহু নামক উচ্চ পাত্রে ইহাকে যজ্ঞ ভাগ দেওয়া হইয়াছে। হৃষ্টপুষ্ট বলবান বৃষ যেমন ঘাষ ভক্ষণ করে, ইনি তদ্রূপ যজ্ঞ ভাগ ভক্ষণ করিতেছেন।
৩। সেই অগ্নি পক্ষীর ন্যায় বৃক্ষ আশ্রয় করেন। তিনি দীপ্তিশীল, আর দাতা, শব্দসহকারে বন দাহ করেন, জল ধারণ করেন, মুখে করিয়া হব্য বহন করেন, আলোকের দ্বারা বৃহৎ হইয়া আছেন, তাহার কাৰ্য্য মহৎ, আপনার যাইবার পথকে তিনি রক্তবর্ণ করিয়া যান। সেই অগ্নিকে তোমরা স্তব কর।
৪। হে জরারহিত অগ্নি! যখন তুমি দাহ করিতে থাক, তখন বায়ু আসিয়া তোমার চতুর্দিকে অবস্থিত হয়, তদ্রুপ অৰিচলিত পুরোহিতগণ, যঙ্গে পলক্ষে স্তব করিতে করিতে তোমাকে বেষ্টন করিয়া দণ্ডায়মান হয়, তখন তুমি তিন মূর্তি ধারণ কর, বল প্রকাশ কর, ইতস্তত গমন কর, পুরোহিতেরা যোদ্ধাদিগের মত কোলাহল করিতে থাকে।
৫। সেই অগ্নিই সর্বাপেক্ষা শব্দ করেন। যাহারা সশব্দে স্তব করে, তিনি তাহাদের বন্ধু। তিনি প্রভু, শত্রু নিকটে পাইলে বিনাশ করেন। অগ্নি স্তবকারীদিগকে রক্ষা করুন, বিদ্বান্দিগকে রক্ষা করুন। তাহাদিগকে এবং আমা দিগকে আশ্রয় দিন।
৬। হে উৎকৃষ্ট পিতার সন্তান! অগ্নির তুল্য অন্নবান্ কেহ নাই, তিনি বলবান সর্ব শ্রেষ্ঠ, বিপদের সময় ধনুর্ধারণপূর্বক রক্ষা করেন। সেই জাতবেদা অগ্নিকে উৎসাহপূর্বক উত্তম উত্তম যজ্ঞ সামগ্রী দাও এবং শীঘ্র স্তব করিবার জন্য উদ্যোগী হও।
৭। বিদ্বান্ কাৰ্য্যাধাক্ষ মনুষ্যগণ অগ্নিকে এইরূপ স্তব করেন যে, অগ্নি বসু এবং বলের পুত্রস্বরূপ। যাহারা যজ্ঞানুষ্ঠান করেন, বন্ধুর ন্যায় তাহারা অগ্নির কৃপায় তৃপ্তিলাভ করেন। তাহারা জ্যোতির্ময় গ্রহ নক্ষত্রাদির ন্যায় নিজ তেজে মনুষ্যদিগকে পরাভব করেন।
৮। হে বলের পুত্র! হে বলবান অগ্নি! আমি উপস্তুত, সিদ্ধিদাতা । আমার স্তববাক্য তোমাকে এই রূপ স্তব করিতেছে। তোমাকে স্তব করি, তোমার কৃপায় অতি দীঘায়ু হই এবং সন্তান সন্ততি সম্পন্ন হই।
৯। বৃষ্টিহব্য নামক ঋষির পুত্র উপস্তুতগণ তোমাকে এই কথা বললেন। তাহাদিগকে এবং স্তবকারী বিদ্বানদিগকে রক্ষা কর। তাহারা বষট এই বাক্যে এবং নমঃ নমঃ এই বাক্যে স্তব করিয়া উঠলেন।