ঋগ্বেদ ১০।১০৪
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১০৪
ইন্দ্র দেবতা। অষ্টক ঋষি।
১। যে পুরুহূত! তোমার জন্য সোম প্রস্তুত করা হইয়াছে, দুই ঘোটকেরদ্বারা শীঘ্র যজ্ঞে এস। প্রধান প্রধান স্তোতোগণ তোমার উদ্দেশে স্তব উচ্চারণ করিতে করিতে ঐ সোম দিয়াছেন। হে ইন্দ্র! সোম পান কর।
২। হে হরিনামক ঘোটকের স্বামী! কর্মাধ্যক্ষগণ যা প্রস্তুত করিয়া জলে পরিষ্কার করিয়া লইয়াছেন, সেই সোম পান কর, উদর পূর্ণ কর। প্রস্তরগণ যাহা তোমার জন্য সেচন করিয়া দিয়াছে, তাহা দ্বারা মত্ত হও, প্রশংসা সকল গ্রহণ কর।
৩। হে হরি নামক অশ্বের স্বামী! সোম প্রস্তুত হইয়াছে, তুমি বৰ্ষণ কারী, যজ্ঞে আসিবে বলিয়া তোমার পানের জন্য প্রচুর সোম দিতেছি। হে ইন্দ্র! উত্তম উত্তম স্তব পাইয়া আমোদ কর। বিবিধ কার্য্য কর, নানা প্রকারে তোমার স্তব হউক।
৪। হে ক্ষমতাসম্পন্ন ইন্দ্র! উশিজ বংশীয়েরা যজ্ঞ করিতে জানে। তোমার আশ্রয় পাইয়া তোমার প্রভাবে অন্নলাভ করিয়া এবং সন্তানসন্ততি প্রাপ্ত হইয়া যজমানের গৃহে রহিল, তাহারা সকলে আমোদ করিয়াতোমাকে স্তব করিতে লাগিল।
৫। হে হরিনাম ঘোটকের প্রভু! তোমার স্তব সুন্দর, তোমার সম্পত্তি চমংকার, তোমার ঔজ্জ্বল্য সাতিশয়, তুমি যে সকল সুন্দর যথার্থ স্তব প্রণয়ন করিয়াছ, তা যারা তোমাকে স্তব করিয়া বিস্তর লোকে নিজে রক্ষাপাইয়া এবং অপরকে রক্ষা করিয়াছে।
৬। হে হরিনামক অশ্বের প্রভু ইন্দ্র! যে সোম প্রস্তুত হইয়াছে, তাহা পান করিবার জন্য হরিনামক দুই ঘোটকযোগে সকল যজ্ঞে গমন কর। তুমি ক্ষমতাবান, যজ্ঞ তোমাকেই প্রাপ্ত হয়, তুমি যজ্ঞের বিষয় অবগত হইয়া দান কর।
৭। যাহার অপরিমিত অন্ন আছে, যিনি শত্ৰুদিগকে পরাভব করেন যিনি সোমে প্রীতি লাভ করেন, যাহাকে স্তব করিলে আনন্দ হয়, তাহার বিপক্ষে কেহ যাইতে পারে না, স্তব সকল তাহাকে ভূষিত করিতেছে, স্তবকর্তার প্রণামগুলি তাহাকে পূজা করিতেছে।
৮। হে ইন্দ্র! অতি চমৎকার ও অপ্রতিহত গতিযুক্ত সাত নদী আছে, তুমি সেই নদীযোগে শত্ৰুপুরী ভেদ করিয়া সিন্ধু পার হইলে। তুমি দেব মনুষ্যের উপকারার্থ নবনবতি নদীর পথ পরিষ্কার করিয়া দিয়াছ।
৯। তুমি জলসমূহের আচ্ছাদন খুলিয়া দিয়াছ, তুমি একাকী উল্লিখিত জল আনয়নের জন্য মনোযোগী হইয়াছিলে। হে ইন্দ্র! বৃত্ৰবধ উপলক্ষে তুমি যে সকল কাৰ্য্য করিয়াছ, তদ্বারা সকল সংসারের শরীর পোষণ করিয়াছ।
১০। ইন্দ্ৰ মহাবীর, ক্রিয়াকুশল, তাহাকে স্তব করিলে আনন্দ হয়। উৎকৃষ্ট স্তব উদয় হইয়া ইহাকে পূজা করে। তিনি বৃত্রকে বধিলেন, সংসার সৃষ্টি করিলেন, ক্ষমতাযুক্ত হইয়া শত্রুপরাভব করিলেন, বিপক্ষসেনার প্রতিকূলে গমন করিলেন।
১১। (১০।৮৯।১৮ ঋকের সহিত এক)।