ঋগ্বেদ ১০।১০১

ঋগ্বেদ ১০।১০১
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১০১
বিশ্বেদেবা দেবতা। বুধ ঋষি।

১। হে সখাগণ! একমন হইয়া জাগরূক হও, অনেকে একস্থানবৰ্ত্তী হইয়া অগ্নিকে প্রজ্বলিত কর । দধিক্রা এবং দেবী উষা ও ইন্দ্রকে ইহাদিগকে রক্ষা করবার জন্য আহ্বান করিতেছি।

২। গম্ভীর স্বরে স্তব কর(১); অরিত্র সহযোগদ্বারা পর পারে উত্তীর্ণ হওয়া যায়, এরূপ নৌকা প্রস্তুত কর; অস্ত্রসকল শাণিত ও শোভিত কর; হে সখা গণ! উৎকৃষ্ট যজ্ঞের অনুষ্ঠান কর।

৩। লাঙ্গলগুলি যোজনা কর; যুগ গুলি বিস্তারিত কর; এই স্থানে যে ক্ষেত্র প্রস্তুত করা হইয়াছে, তাহাতে বীজ বপন কর, আমাদিগের স্তবের সহিত আমাদিগের অন্ন পরিপূর্ণ হউক। সৃণিগুলি (কাস্তে) নিকটবর্তী পক্কশস্যে পতিত হউক।

৪। লাঙ্গলগুলি যোজিত হইতেছে; কৰ্ম্মকারগণ যুগ সমস্ত পৃথক করিতেছে; বুদ্ধিমানগণ দেবোদ্দেশে সুন্দর স্তব পড়িতেছেন।

৫। পশুদিগের জলপানস্থান প্রস্তুত কর; বরত্রা ( চর্মরজ্জু ) যোজনা কর । এই উদ্রিক্ত অক্ষয় ও সৌকাৰ্যযুক্ত গর্ত হইতে জল সেচন করি।

৬। পশুদিগের জলপানস্থান প্রস্তুত হইয়াছে; এই উদ্রিক্ত অক্ষয় জলপূর্ণ গর্তে সুন্দর চর্মরজ্জু বিদ্যমান আছে; অক্লেশে জল সেচন করা যায়; ইহা হইতে জল সেচন কর।

৭। ঘোটকদিগকে পরিতৃপ্ত কর, ক্ষেত্রে সংস্থাপিত ধান্য গ্রহণ কর, নিরুপদ্রবে খাদ্য বহন করে এতাদৃশ রথ প্রস্তুত কর। এই জলপূর্ণ পশুদিগের জলাধার এক দ্রোণ প্রমাণ হইবেক। ইহাতে প্রস্তরনির্মিত চক্র আছে। আর মনুষ্যদিগের পানোপযোগী জলাধার স্কন্দ পরিমাণ হইবেক। ইহা জলপূর্ণ কর।

৮। গোষ্ঠ প্রস্তুত কর, সেই স্থানই মনুষ্যদিগের জল পান করিবার জন্য উপযুক্ত, বহুসংখ্যক স্থূল কবচ সীবন কর, দৃঢ়তর লৌহময় পাত্র নিষ্কাশিত কর, চমস দৃঢ়ীভূত কর, ইহা হইতে যেন জল পরিস্রুত না হয়।

৯। হে দেবগণ! তোমাদিগের ধ্যান আবৃত্তি করিতেছি, অভিপ্রায় যে তোমরা রক্ষা কর। সেই ধ্যান যজ্ঞের উপযোগী, সেই ধ্যান তোমাদিগকে যজ্ঞ ভাগ প্রদান করে। যেমন বাস ভোজন করিয়া গাভী সহস্রধারায় দুগ্ধ দেয়, তদ্রুপ সেই ধ্যান যেন আমাদিগের অভিলাষ পূর্ণ করে।

১০। কাঠময় পাত্রে সংস্থাপিত হরিৎবর্ণ সোমরসে দুগ্ধ সেক কর। প্রস্তরময় কুঠারের দ্বারা পাত্র প্রস্তুত কর। দশ অঙ্গুলি দ্বারা পাত্রটা বেষ্টনপূর্বক ধারণ কর। বহনকারী পশুকে রথের দুই ধুৱাতে যোজিত কর।

১১। বহনকারী পশু রথের দুই ধুরা শব্দায়মান করিয়া বিচরণ করিতেছে, যেন দুই ভাৰ্যার স্বামী রতিক্রিয়া করিতেছে। কাষ্ঠনিৰ্ম্মিত শকটকে ইহার কাঠময় আধারে আরোপণ কর, উত্তমরূপে সংস্থাপন কর, ইহার মূলদেশে যেন খনন করিও না, অর্থাৎ শকট যেন আধার ভ্রষ্ট না হয়।

১২। হে কৰ্ম্মাধ্যক্ষগণ! এই ইন্দ্র সুখের দাতা, ইহাকে সুখময় সোম দান কর, অন্ন দিবার জন্য ইহাকে প্রেরণ কর, অনুরোধ কর। সেই ইন্দ্র নিষ্টিগ্রীর অর্থাৎ অদিতির পুত্র, তোমাদের সকলের সমান পীড়াভয়, অতএব রক্ষার জন্য তাহাকে এখানে আহ্বান কর যে তিনি সোমপান করিবেন।

————

(১) এই স্থান হইতে ঋকে কৃষি কার্য্যের বিবরন পাওয়া যায়।