ঋগ্বেদ ০৯।১০৪
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ১০৪
পবমান সোম দেবতা। নারদ ও পর্বত দুই ঋষি।
১। হে বন্ধুগণ! চতুঃপার্শে উপবেশন কর; সোম শোধিত হইতেছেন, ইহাকে সম্বোধনপূর্বক সুচারুরূপে গান কর; ইনি যেন একটী বালক, যজ্ঞীয় দ্রব্যের দ্বারা ইহাকে সুশোভিত কর; তাহাতে সম্পত্তি লাভ হইবেক।
২। এই যে সোম, ইহার প্রসাদে গৃহ লাভ হয়, ইনি দেবতাদিগের নিকট যাইয়া মত্ততা উৎপাদন করেন, ইনি প্রভূতবলে বলী; যেরূপ গোবৎসকে তাহার মাতার সহিত সংযোজিত করে, তদ্রূপ সোমের মাতৃস্বরূপ জলের সহিত সোমকে সংযোজিত কর।
৩। যাহাতে সোম শীঘ্র পানাপোযোগী হন, যাহাতে বিশিষ্টরূপে মিত্র ও বরুণদেবের সুখকর হন, সেই উদ্দেশে এই ধন বৃদ্ধিকারী সোমকে শোধন কর।
৪। হে সোম! তুমি আমাদিগকে ধন দান করিবে এজন্য আমাদিগের স্তুতিবাক্যগুলি তোমাকে স্তব করিয়াছে। দুগ্ধের দ্বারা তোমার বর্ণ অন্যথাভুত করিতেছি।
৫। হে মত্ততার অধিপতি সোম! সেই তুমি দেবতাদিগের আহার সামগ্রী হইতেছ। যেরূপ বন্ধু বন্ধুকে পথ বলিয়া দেয়, তদ্রুপ তোমার তুল্য পথ বলিয়া দিবার লোক আর কে আছে?
৬। হে সোম! তুমি পূৰ্ববৎ আমাদিগের বন্ধুর কাৰ্য কর; যে কোন নাস্তিক ও মায়াবী রাক্ষস আমাদিগের অনিষ্ট করিতে আসে, তাহাকে তাড়াইয়া দেও; আমাদিগের পাপ খণ্ডন কর।