ঋগ্বেদ ০৯।০৬০
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৬০
পবমান সোম দেবতা। কশ্যপগোত্রীয় অবৎসার ঋষি।
১। তোমরা সকলে গায়ত্ৰীছন্দে সোমের গুণ গান কর। তিনি সকল দিক্ দেখেন। তাঁহার সহস্র চক্ষু।
২। তুমি সহস্র চক্ষু। তুমি অনেক পাত্রে পূর্ণ হইয়াছ। তোমাকে মেষলোমের উপর দিয়া তাঁহারা শোধন করিলেন, অর্থাৎ ছাঁকিলেন।
৩। এই ক্ষরণশীল সোম মেষলোম ভেদপূর্বক দ্রুত হইলেন। এক্ষণে কলসের মধ্যে দ্রুতবেগে যাইতেছেন। ইন্দ্রের হৃদয়ে প্রবেশ করিতেছেন।
৪। হে বহুদর্শি! তুমি ইন্দ্রের প্রীতির জন্য স্বচ্ছন্দে ক্ষরিত হও, আমাদিগকে সন্তানসন্ততি ও খাদ্যদ্রব্য বিতরণ কর।