ঋগ্বেদ ০৯।০৫৪
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৫৪
ঋষি ও দেবতা পূর্ববৎ।
১। পণ্ডিতগণ এই সোমের চিরপরিচিত জ্যোতি দেখিয়া শুভ্রবর্ণ দুগ্ধ দোহন করিলেন। সেই দুগ্ধ অপরিমিত বলের আধায়ক।
২। এই সোমরস সূর্যের ন্যায় সর্ব সংসার নিরীক্ষণ করেন। ইনি সরোবরের দিকে ধাবিত হন। ইনি সপ্তসিন্ধু হইতে দ্যুলোক পর্যন্ত ঘেরিয়া আছেন।
৩। এই সোম যখন সংশোধিত হইতেছেন, ইনি সমস্ত ব্রহ্মাণ্ডের উপরিস্থিত হয়েন। ইনি সূর্যদেবের ন্যায়।
ও। হে সোম! তুমি শোধিত হইতেছ, ইন্দ্র কর্তৃক পীত হইবে, আমাদিগের যজ্ঞের জন্য গোধন এবং বিবিধ খাদ্যদ্রব্য আহরণ করিয়া দাও।