ঋগ্বেদ ০৯।০৫৩
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৫৩
পবমান সোম দেবতা। কশ্যপগোত্রীয় অবৎসার ঋষি।
১। হে প্রস্তরসমুদ্ভূত সোমরস! রাক্ষস ধ্বংসকারী তোমার তেজঃ সমস্ত উদ্ৰিক্ত হইয়াছে, যে সকল বিপক্ষ চতুর্দিকে আস্ফালন করিতেছে, তাহাদিগকে তাড়াইয়া দেও।
২। এই আমি নির্ভয় হৃদয়ে বিপক্ষের রথমধ্যনিহিত ধন লুণ্ঠন করিবার জন্য এবং নিজ বলে বিপক্ষ সংহার করিবার উদ্দেশে সোমের গুণ গান করিতেছি।
৩। নির্বোধ শত্রু এই ক্ষরিত সোমের প্রভাব কখনই সহ্য করিতে পারে না । যে তোমার সহিত যুদ্ধ করিতে চাহে, তাহাকে বিনাশ কর।
৪। সেই যে সোম, যিনি মদিরা ক্ষরিত করেন, যাহার বর্ণ দূর্বাদলবৎ, যিনি বলকর, তাহাকে ইন্দ্রের আনন্দ বিধানের জন্য ঋত্বিকগণ নদীতে ঢালিয়াদিতেছেন।