ঋগ্বেদ ০৯।০৫০
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৫০
পবমান সোম দেবতা। অঙ্গিরাবংশীয় উতথ্য ঋষি।
১। হে সোম! সমুদ্রের তরঙ্গের বেগের ন্যায় তোমার ধারা বহমান হইতেছে। যেমন ধনুর্গুণ হইতে বিক্ষিপ্ত বাণ শব্দ করে, তুমি তদ্রুপ শব্দ ছাড়িতে থাক।
২। যখন তুমি উন্নত কুশময় পবিত্রে গিয়া আরোহণ কর, তোমার উৎপত্তি দর্শনে যজ্ঞানুষ্ঠানেচ্ছু যজ্ঞকর্তা ব্যক্তির তিন প্রকার বাক্য নির্গত হইতে থাকে।
৩। এইযে সোম, যিনি দেবতাদিগের প্রীতিকর, যাহার বর্ণ দূৰ্বাদলবৎ যিনি প্রস্তরফলক দ্বারা নিষ্পীড়িত হইয়াছেন, যিনি মধুর রস ক্ষরিত করিতেছেন, ইহাকে ঋত্বিকগণ ছাঁকিবার জন্য মেষলোমের উপর অর্পণ করিতেছেন।
৪। হে কর্মিষ্ঠ আনন্দ বিধাতা সোম! তুমি কুশময় পবিত্রের চতুঃপার্শে ক্ষরিত হও। তাহা হইলে পূজনীয় দেবতার উদরে প্রবিষ্ট হইবে।
৫। হে আনন্দ বিধাতা সোম! তোমাকে সুস্বাদু করিবার জন্য গব্য, ক্ষীরাদি তোমার সহিত মিশ্রিত করা হইয়াছে। তুমি ইন্দ্রের পানের জন্য ক্ষরিত হও।